কেন্দুয়ায় ১০ম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৪

কোহিনূর আলম।নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ১দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

‘সহকারী শিক্ষক ঐক্য গড়ো, ন্যায্য দাবী আদায় করো’ শ্লোগানে এবং শিক্ষক যদি শ্রেষ্ঠ হয় তবে আজো কেনো ৩য় শ্রেণি রয়?, বৈষম্য নিপাত যাক ১০গ্রেড মুক্তি পাক, সহকারী শিক্ষকদের ১০গ্রেড দিতে হবে দিতে হবে -এমন বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ঘন্টা ব্যাপী মানব বন্ধনে অংশগ্রহণ করতে দেখা যায় ।

মানববন্ধনে বিভিন্ন বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০গ্রেডের যৌক্তিক দাবি তুলে ধরে বলেন, আমরা কোন করুনা ও দাবি আদায়ের জন্যে দাঁড়াই নি, আমরা আমাদের অধিকারের কথা বলতে এসেছি । আশা করি বর্তমান সরকার আমাদের ১দফা দাবি ও অধিকারের সাথে ঐক্যমত হবেন ।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছ উদ্দিন ভূঁঞা, সহকারী শিক্ষক মোফাকখারুল আলম, মোঃ আসাদুজ্জামান খান বাবলু , জিয়াউল হুদা সোহাগ, আবু আশরাফ মন্ডল, ফাহিমা আক্তার, ফারজানা সুমি, নজরুল ইসলাম, লাইমুন হোসেন ভূঁইয়া, এমদাদুল হক, মিজানুর রহমান, মোছলেম উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, মোঃ ফয়সাল আহমেদসহ কয়েকশত শিক্ষক ও সাংবাদিকবৃন্দ ।

স্মারকলিপি প্রদান বিষয়ে বাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এখলাছ উদ্দিন ভূঁঞা জানান, মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথা থাকলেও স্যার নেত্রকোণা সদরে থাকায় দেয়া হয় নি ৷ স্যার আসলেই আমরা স্মারকলিপি প্রদান করবো ।