ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ২৫।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
মোঃ রিপন শেখ ।।ফরিদপুরে ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে পড়ে গেলে কমপক্ষে ২৫ জন যাত্রী আহত হয়। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ প্রাথমিক চিকিৎসা নিয়েছে।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঢাকা -বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবনা তলা আউলামাঠ নামক স্থানে এই দুর্ঘটনার ঘটে।খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ,ও ভাংগা থানার পুলিশ এবং ভাঙ্গা ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসী সহ আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেব নিয়ে গিয়ে ভর্তি করে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু  মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গাড়ির এক যাএী জানায়, বাসে চালক গাড়ির চালানো সময় মোবাইল ফোনে তিনি কথা বলছিল।এবং তার হাতে একটি সিগারেট ছিল।সামনে গাড়ি অভার্টিক করা সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক নোমান জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বরগুনা পাথরঘাটা থেকে চিটাগাংগামী আলিফ পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কেউ মারা যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।