কেন্দুয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত । দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৪ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় প্রায় আঠারো (১৮) বছর পর কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর কেন্দুয়া পৌরসভার আল-মন ডায়াগনস্টিক সেন্টারে পুরাতন কমিটি, অন্যান্য সদস্য ও কেমিস্টদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয় ।নবগঠিত কমিটিতে বাঙালী মেডিকেলের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান বাঙালীকে সভাপতি ও মোঃ আল- মামুন খান আলামিনকে সাধারণ সম্পাদক পদে তিন (৩) বছরের জন্যে নির্বাচন করা হয় ।মোঃ শাহজাহান বাঙালী মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রহিম (মাস্টার) বাঙালীর পুত্র । তিনি ২০০২ সাল থেকে এই ফার্মেসী ব্যবসার সাথে জড়িত । এর আগের কমিটিতেও প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি ।মোঃ আল- মামুন খান আলামিন চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের মৃত মতিউর রহমান খানের সন্তান । ভাই ভাই মেডিকেল হলের স্বত্বাধিকারী তিনি । উক্ত কমিটির সভাপতি সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হলেও সাধারণ সম্পাদককে ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে বলে জানা যায় । বিভিন্ন কারণে দীর্ঘ আঠারো (১৮) বছর কোন নতুন কমিটি বা নির্বাচন না হলেও অবশেষে সর্বশেষ ২০০৬ সালের মার্জিত গঠিত কমিটি বিলুপ্তির ফলে এই আংশিক কমিটি গঠন করা হয় । পর্যায়ক্রমে ও আলোচনার মাধ্যমে কার্যকরী কমিটি, উপদেষ্টা মণ্ডলী ও অন্যান্যা সদস্যদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে নিশ্চিত করেন নব গঠিত কমিটির সভাপতি ।মোঃ শাহজাহান বাঙালী আরো বলেন, আমরা এই কমিটির মাধ্যমে বাজারভিত্তিক কমিটি গঠন করবো । আমাদের যে কোন সমস্যা যাতে সবার অংশগ্রহণে খুব দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাবো এবং আশাকরি আপনাদের মাধ্যমে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন একটি মডেল সংগঠন হিসেবে গড়ে ওঠবে । SHARES সারা বাংলা বিষয়: