পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষী মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪
আতিকুর রহমান ।।জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহিপুরে আগাম আখচাষ STP বেড স্থাপন ও সরাসরি আখরোপণের আধুনিক কলাকৌশল বিশুদ্ধ বীজের ব্যবহার দন্ডায় মান আখের পরিচর্যা, পরিষ্কার পরিচ্ছন্ন আখ মিলে সরবরাহ বিষয়ক আখচাষি মতবিনিময় সভা মহিপুর আখ ক্রয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।জয়পুরহাট চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে সোমবার (২১ সেপ্টেম্বর) বিশিষ্ট আখচাষি ওয়াহিদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পাঁচবিবি সাবজোন প্রধান লিটন কুমারের সঞ্চালনায় আগাম আখচাষ / STP বেড স্থাপনের বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জনাব মোঃ আখলাছুর রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি বলেন এ ফসল ধৈর্যশীলদের জন্য কারণ দীর্ঘমেয়াদি আপনারা যা ফসল উৎপাদন করবেন তার অর্ধেক  করবেন আখ চাষ, আখের সাথে কমপক্ষে দুইটা সাথী ফসল করলে লাভ হবে বেশি বেশি তিনি আরো বলেন।চেয়ারম্যান মহোদয়ের অঙ্গীকার আখের মুল্য ৭২ ঘন্টার মধ্যে পরিশোধ করবেন ।পরে স্বাস্থ্য সম্মত চিনি খাওয়ার জন্য বেশি বেশি করে আখচাষ করতে সকল আখচাষিকে আহবান জানিয়ে তার গঠনমূলক বক্তব্য শেষ করেন। চিনি কলের জিএম কৃষি কৃষিবিদ জনাব মোঃ তারেক ফরহাদ বলেন আমরা চাষীদের কে মিল থেকে সবধরনের সার কীটনাশক সরবরাহ , বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত সবধরনের বীজ সরবরাহ সহ আখের মুল্য বিকাশে পরিশোধ করি।আন্ত পরিচর্যা বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমরা সহ আমাদের সহকর্মীরা আপনাদের সার্বিক সহযোগিতা প্রদান করেবেন।পরে আখচাষিদেরকে বেশি বেশি করে আখচাষ করার অনুরোধ করেন।এসময় উপস্থিত ছিলেন মহিপুর কেন্দ্রের সিডিএ/সিআইসি মোঃ জাহিদুল ইসলাম ভাসানী কেন্দ্রের মোঃ শফিকুল ইসলাম বাজিতপুর কেন্দ্রের  মোঃ আহসান হাবীব (BATB) এর এফসি মোঃ আবুল বাশার সহ আখচাষী কল্যাণ সমিতির সভাপতি আবু তালেব চৌধুরী, উচাই সেভেন স্টার মিশনের অধ্যাপক শিরিন মিনজী, মহিপুর কেন্দ্রের সভাপতি একরামুল হক, ভাসানী আখ ক্রয় কেন্দ্রের সাবেক কেন্দ্র  সভাপতি সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট আখ কেন্দ্রের সন্মানীত আখচাষীবৃন্দ শেষে সভাপতি তার বক্তব্যে বলেন সন্তানের মত করে আখচাষ করবেন বলে সভার সমাপ্তি ঘোষণা করেন।