সৌদিতে করোনায় প্রথম মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৭ জনে।

মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ে মুখপাত্র এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

আর পড়ুন; 

বাংলাদেশকে ‘লকডাউন’ ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বাস, ট্রেন, বিমান ও নৌযান চলাচল বন্ধ

তিনি বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৮ বছর। 
তিনি আফগানিস্তানের নাগরিক। সোমবার (২৩ মার্চ) রাতে তার স্বাস্থ্যের 
দ্রুত অবনতি ঘটলে মদিনার একটি হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সোমবার সন্ধ্যায় দেশজুড়ে কারফিউ জারি করা হয়। দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এই কারফিউয়ের আদেশ দেন।