সরকারের নির্দেশনা অনুযায়ী পলিথিন পেলেই আইনি ব্যবস্থা গ্রহণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

আব্দুল্লাহ্ আল মামুন।।আগামী ১ নভেম্বর থেকে পঞ্চগড়ে পলিথিন বিরোধী অভিযান শুরু হতে যাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, পলিথিন পেলেই আইনি ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। সভাটির আয়োজন করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়।সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকসহ বিভিন্ন ব্যবসায়ী, শিল্পকারখানার মালিক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, জেমজুটের এইচআর অ্যাডমিন হিমেল প্রামাণিক, সিনিয়র সাংবাদিক ও বিটিভির জেলা প্রতিনিধি আমির খসরু লাভলু, প্রবীণ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এবং পরিবেশ কর্মী নয়ন তানবিরুল বারি প্রমুখ।জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, “পলিথিন আমাদের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ” এটি নির্মূল করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে, এবং ১ নভেম্বর থেকে পঞ্চগড়ে কঠোরভাবে পলিথিনবিরোধী অভিযান চালানো হবে। পলিথিন পেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে।এ সময় জেলা প্রশাসক পঞ্চগড়ের বেসরকারি দুটি পাটকল, জেমজুট ও সুপ্রিয়া জুটমিলকে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার আহ্বান জানান, যেন পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগের ব্যবহার বৃদ্ধি পায়।পঞ্চগড়ে পলিথিন বন্ধের লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক নেওয়া এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয় পাটকলগুলোর সহযোগিতায় পাটের ব্যাগের ব্যবহার বাড়ানো গেলে একদিকে পরিবেশ রক্ষা হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতিও সমৃদ্ধ হবে।