শিবালয় মা’ ইলিশ রক্ষা অভিযানে ৭ দিনে আটক ৪৭।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৪

মাহফুজ খান।। মা’ ইলিশ সংরক্ষণ অভিযানে গতকাল রবিবার  পদ্মা-যমুনা বক্ষে শিবালয় উপজেলার বিভিন্ন গ্রাম ও পার্শ্ববর্তী  এলাকার ৪৭ জন জেলেকে আটক করে ৪৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ২ জনকে ৫ হাজার করে জরিমানা করা হয়েছে। আটককৃতরা হলো, শরিফ, হৃদয়, রাসেল, শরিফুল, নায়েব আলী, আলিম, সুরুজজাম্মান, রবিউল, নূরনবী, মমিন, ইকবাল, সুমন, শহিদুল, সাগর, মতিউর, সাদ্দাম, খায়রুল ও শরিফুল। বুধবার আটকৃতরা হচ্ছে, আলোকদিয়া গ্রামের লাল চাঁন, আলমগীর ও স্বপন শেখ এবং শনিবার আটককৃতরা হচ্ছে দৌলতদিয়ার রাজবাড়ী জেলার মজনু, রাসেল ব্যপারী, লাল মিয়াসহ আলোকদিয়া, তেওতার হামজা, বাবুল শেখ, ওমর আলী ও রহিতন ইসলাম। জানা গেছে, চলতি মাসের ১৩ তারিখ থেকে মা’ ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু অনেকেই এ আদেশ অমান্য করে নদীতে ইলিশ শিকারে নামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ফয়েজ আহম্মেদ, মৎস্য অফিস কর্মকর্তা ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে ৭দিনে ৪৭ জনকে আটক করে কারাদন্ড ও জরিমানা করা হয় ।  উল্লেখ্য, শিবালয় উপজেলার তালিকাভূক্ত ২ হাজার ১১৪ জন জেলেকে খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় মাথাপিছু ২৫ কেজি হারে প্রায় ৫৩ টন চাল বিতরণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অভিযানকালে প্রায় ৭ লাখ মিটার কারেন্ট জাল পুরানো হয় ও ৫ মন ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। অভিযান অব্যাহত থাকবে।