কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত ৭ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ মোঃ সোহাগ আলী।।ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই গ্রুপের পৃথক দুটি সংঘর্ষে ৭ জন জখম হয়েছে। এদের মধ্যে সিদ্দিক হোসেন ও গোলাম সরোয়ার মোল্লাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়েছে।সংঘর্ষের সময় তিনটি বোমার বিস্ফোরণ, একটি মোটর সাইকেল ও একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আরো জখম হয়েছে, শুকুর আলী (৬০), আব্দুল জলিল (৪৫), সাজ্জাদুর রহমান (৩৫)ও নজরুল ইসলাম (৫০) গোলঅম সরোয়ারসহ ৭ জন আহত হয়েছে। স্থানীয়রা জানায়,সংঘর্ষের সঙ্গে জড়িত দুই পক্ষই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার গ্রামের একটি কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা শুকুর আলী ও যুবদলের সদস্য জলিল রানার সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা হয়। সে ঘটনা কে কেন্দ্র করে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কোলা বাজারে শুকুর আলীকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। এসময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কোলাবাজারে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক শুকুর আলী জানান, আমি উত্তেজনার কথা শুনে বিষয়টি জানতে গিয়েছিলাম। এসময় কয়েকজন আমাকে উদ্দেশ্য করে “ধর এই শালাকে” বলে ধারালো অস্ত্র দিয়ে কুপাতে থাকে। তখন আমার সাথে থাকা সঙ্গীরা আমাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। কালীগঞ্জের কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা শনিবার সকালে উপজেলার কোলা বাজারের তিন রাস্তার মোড়ে একটি দোকানে বসে ছিলেন গোলাম সরোয়ার মোল্লা। এ সময় অতর্কিত ভাবে তার উপর হামলা চালায় কয়েকজন যুবক। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোরে রেফার্ড করেন।কালীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) মানিক চন্দ্র গাইন জানান,এ ঘটনায় কোন মামলা বা অভিযোগ পাওয়া যায়নি। মারামারি করা দুই গ্রুপই বিএনপির লোক। এটা নিজেদের মধ্যে মারামারি হয়েছে। তবে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান। SHARES সারা বাংলা বিষয়: