আন্-নূর পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ কোহিনূর আলম।।নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাগুলী গ্রামে অবস্থিত আন্-নূর পাঠাগার পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।শুক্রবার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে আটটায় পাঠাগারটি পরিদর্শনে যান তিনি । তখন আগত অথিতিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপস্থিত সকলে ।উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, কেন্দুয়া সাহিত্য সংস্কৃতির পূণ্য ভূমি । ইতোমধ্যে আমরা কেন্দুয়াকে সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করেছি । কেননা এখানকার মানুষ নিরলস ও নিঃস্বার্থভাবে সাহিত্য সংস্কৃতির বিভিন্ন উপজীব্য বিষয়গুলো তুলে আনেন যা নিঃসন্দেহে প্রশংসনীয় । তিনি আরো বলেন, কেন্দুয়ায় যতদিন আছি ততদিন আপনাদের এই কার্যক্রমে আমাকে পাশে পাবেন । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সাবেক) ডাঃ সাইফুল ইসলাম জয়সহ স্থানীয় শিল্পীবৃন্দ ও গণ্যমান্য বক্তিবর্গ ।উল্লেখ্য আন্-নূর পাঠাগারটি ২০১৯ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় । ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কবি ও সাংবাদিক আব্দুল হাই সেলিম এর প্রতিষ্ঠাতা । প্রায় ৪০০শতকের উপরে বিভিন্ন রকমের বই রয়েছে এই পাঠাগারে । যদিও অধিকাংশই ইসলামি বই । তবে এর বাইরেও বাংলা সাহিত্যের আধুনিক কথা সাহিত্য, কবিতা, গল্প ও উপন্যাসসহ অনেক বই স্তরে স্তরে সাজানো সেল্পে । কবিতার বই কাব্যের প্রেরণা তুমি, গানের বই স্বরূপে অপরূপ – মোঃ আব্দুল হাই সেলিমের নিজের প্রকাশিত বইও স্থান পেয়েছে এই পাঠাগারে ।জানা যায়, প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত সাহিত্য আড্ডা ও গানের আসর বসে পাঠাগার চত্বরে । গান হয়ে থাকে সাধারণত মুর্শিদী, সূফীবাদ ও লোকগীতিসহ বিভিন্ন স্তরের । SHARES সারা বাংলা বিষয়: