চাটখিলে দিনমজুর মহিনের হত্যাকারীরা দেড় মাসেও ধরা পড়েনি আতঙ্কে পরিবার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪
চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দিনমজুর মিজানুর রহমান মহিনের হত্যাকারীরা দেড় মাসেও ধরা পড়েনি। পালিয়ে থাকা আসামিরা মামলার বাদী দিনমজুরের স্ত্রীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে।এতে করে দিনমজুর মহিনের পরিবার আতঙ্কে দিন কাটছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দপুর হামিদ মুহুরির বাড়ির দিনমজুর মো. মিজানুর রহমান মহিন (৪২) কে কেশুরবাগ কাজী বাড়ির মাহফুজ আলম মুন্সীর স্ত্রী লিনা বেগম (৫০) ( ১৯ সেপ্টম্বর ) সন্ধ্যায় মোবাইল ফোনে ডেকে নোয়াখলা বকশি বাড়িতে নেয়। সেখানে তাকে আটক রেখে সন্ত্রাস দিয়ে মারধর করায়। পরে রাত সাড়ে ১২টার দিকে কেশুরবাগ কাজি বাড়িতে এনে তার কাছে দেড় লাখ টাকা পাবে বলে তার পরিবার কে খবর দেয়। পরিবারের লোকজন খবর পেয়ে তার স্ত্রী মালেকা বেগম সহ পরিবারের লোক ঐ বাড়িতে যায়। সেখানে গেলে দুপক্ষের কথা কাটাকাটির মাঝে সন্ত্রাসীরা মহিন কে অপহরণ করে অজ্ঞতস্থানে নিয়ে যায়। দুই দিন পরে (২২ সেপ্টম্বর) কাজী বাড়ির পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।খবর পেয়ে পুলিশ এসে লাশ  উদ্ধার করে। এ ঘটনায় মহিনের স্ত্রী বাদী হয়ে ১০ জনের  বিরুদ্ধে চাটখিল থানায় হত্যা মামলা দায়ের করেন। মহিনের স্ত্রী মালেকা বেগম অভিযোগ করে বলেন, মামলার আসামীরা তাকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করে। তাই তিনিও তার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. রফিক উল্যার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, মামলার প্রধান আসামীকে ঢাকা গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পালিয়ে বেড়াচ্ছে তাদের কে গ্রেফতারের চেষ্টা চলছে।