বাউফলে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ মোঃ রুবেল হোসেন।।ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে পাবলিক মাঠের মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা চার ঘটিকায় বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মো. মনির হোসেন।তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার মধ্য দিয়ে দেশে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এরপর ওই বছরের ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। শুরু হয় সেনাবাহিনীতে পাল্টাপাল্টি অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার একপর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে তিনি মুক্ত হন।অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে সকাল ১১ টায় সাবেক এমপি মো. শহিদুল আলম তালুকদারের নেতৃত্বে একটি মিছিল বের করেন। মিছিলটি ৮ নং ওয়াড বিএনপির একাংশের দলীয় অফিস থেকে শুরু হয়ে কলেজ মাঠে শেষ হয় এবং বিএনপির নেতা কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্য বিএনপির দিকনির্দেশনা মূলক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের জন্য সকলকে ঐক্য বদ্ধ হয়ে ভোট দেয়ার আহবান জানান। SHARES সারা বাংলা বিষয়: