আবিরপাড়ার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪ মোঃ হানিফ।। নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান ভূইয়া কে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে।এব্যাপারে প্রধান শিক্ষকের স্ত্রী রাবেয়া বেগম গত বুধবার উপজেলা প্রশাসন সহ বিভিন্ন স্থানে অভিযোগ দায়ের করেছেন। প্রধান শিক্ষকের স্ত্রী অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে বিদ্যালয় কয়েক জন শিক্ষকের ইন্ধনে এবং স্থানীয় বিএনপি ও জামাত পন্থিরা তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ এনে এলাকায় বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাতে থাকে। গত বুধবার সকালে শতাধিক লোকজন একটি মিছিল করে স্কুলে গিয়ে তার স্বামীকে জোরপূর্বক পদত্যাগ পত্রে ও দুইটি সাদা কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে। পূর্বে তিনি সুনামের সাথে চাটখিল খিলপাড়া উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে।এ ব্যাপারে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, প্রধান শিক্ষক মাহফুজুর রহমান কে মারধর করে জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর করার অভিযোগ তিনি আমাকে জানিয়েছেন তদন্তপূর্বক বিহীত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: