ভারতে লকডাউনের মধ্যেও বাড়ল করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা! ২৪ ঘণ্টায় ৬৬ জন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২০ ভারতে করোনায় আক্রান্তদের সংখা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় ৬৬জন নতুন করে আক্রান্ত কথঅ সামনে এসেছে। এখন গোটা ভারতে করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়ে ৬২৬ হয়ে গেছে। এর মধ্যে ৫৭৯ জন আইসোলেশনে। এখনও পর্যন্ত ২৫ টি রাজ্যে করোনা ছড়িয়ে পড়েছে। গোটা দেশে লকডাউন ঘোষণা হয়েছে। কিন্তু রোগীর সংখ্যা কম হওয়ার নাম নিচ্ছে না। আর ধীরে ধীরে মৃত্যু বেড়ে চলেছে। করোনায় দ্বিতীয় স্থানে আছে কেরন। সেখানে এখনো পর্যন্ত ১০১জন। কেরলে বিগত ২৪ ঘণ্টায় কোন নতুন রোগী আক্রান্ত হওয়ার খবর আসেনি। এছাড়াও উত্তর প্রদেশ ৩৬, চণ্ডীগড় ৭, জম্ম কাশ্মীর ৭, লাদাখ ১৩, মনিপুর ১, উড়িষ্যা ২, পদুচেরি ১, উত্তরাখণ্ড ৩, পশিমবঙ্গ ৯ আর গোয়ায় ৩। SHARES আন্তর্জাতিক বিষয়: