সমাজ সংস্কার লক্ষে পাঁচবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪ মোহাম্মদ শেখফরিদ ।।নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলা চরহাজারী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের পাঁচবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় সমাজ সংস্কার লক্ষে পাঁচবাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা। উক্ত সভা (০৮/১১/২০২৪) নভেম্বর বাদ মাঘরিব নামাজের পর অনুষ্ঠিত হয় সভাই প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সমাজের সভাপতি (সাইদুল হক)আমেরিকান প্রবাশী, সিনিয়র সহ সভাপতি হাফেজ (সফিউল্লাহ) সাহেব, সিনিয়র সহ সভাপতি জনাব (শরিয়ত উল্যাহ) সাহেব, সেক্রেটারী জনাব (জয়নাল আবদীন বাহার)সহ সেক্রেটারী জনাব (আবু ছায়েদ খোকন), এবং আরো উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট মান্যঘোন্য ব্যাক্তি বর্ঘ এবং তারা সমাজ সংস্কার নিয়ে বক্তব্য প্রেস করেন। তারা বক্তব্যে বলেন আমাদের মত বিনিময় সভা করার মূল উদ্যেশ্য হলো সমাজকে সঠিকভাবে পরিচালনা করা এবং রাজনৈতীক কুসষ্কার থেকে রক্ষা করা, তারা আরো বলেন সমাজ থাকবে রাজনিতী বিহীন, সমাজে কোন ধরনের রাজনৈতীক কার্যকলাপ থাকা যাবেনা কারন সমাজে রাজনৈতীক কার্য কলাপ থাকলে সমাজে (সু-বিচার) হয়না সমাজের সাধারণ মানুষ (সু-বিচার) পাইনা আর তাদের মূল লক্ষ হলো সমাজের সব মানুষ যেন (সু-বিচার) পাই।তারা আরো বলেন রাজনৈতিক প্রভাব এবং বিভিন্ন কুসষ্কার এ তাদের যুব সমাজ আজ ধংসের মুখে চলে যাচ্ছে। তারা আরো বলেন শুধু রাজনৈতীক প্রভাবের কারনে বা কুসষ্কার কারনে যুব সমাজ ধংস হয়ে যাচ্ছে তা নয় এটার মধ্যে মূল দুর্বলতা হচ্ছে তাদের পরিবার,আর এই দূর্বলতার কারনেই তাদের (ছেলে/মেয়ে) আজ মদ গাঁজা ইয়াভা এবং বিভিন্ন মাদক নেসা গ্রস্ত জিনিসের সংগে জড়িত হয়ে আজ যুব সমাজ হুমকির মুখে পড়েছে। আর সমাজ সংস্কার করতে হলে প্রথমে সমাজের প্রত্যেক পরিবারে সংস্কার আনতে হবে তাহলে সমাজ সংস্কার করা সম্বভ। SHARES সারা বাংলা বিষয়: