জয়পুরহাট জেলা আমীর হিসাবে ডাঃ ফজলুর রহমান সাঈদের শপথ গ্রহণ সম্পন্ন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪
মোঃ আবু সুফিয়ান মুক্তার।।বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার নব নির্বাচিত আমীর হিসেবে (২০২৫-২০২৬) শেসনের জন্য আজ ৯ই নভেম্বর-২৪ইং শনিবার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন ডাঃ মোঃ ফজলুর রহমান সাঈদ।জয়পুরহাট জেলা আমীরের শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত রুকন সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান নব নির্বাচিত আমিরকে শপথ বাক্য পাঠ করান।উল্লেখ্য গত ১৯ শে অক্টোবর জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ অংশ গ্রহণে জেলা আমীর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।পরবর্তীতে ভোট গণনার প্রক্রিয়া সম্পন্নের পর কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে জয়পুরহাট জেলার নব নির্বাচিত আমীর হিসেবে ডাঃ ফজলুর রহমান সাঈদ এর নাম ঘোষণা করেন আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান।আজ শনিবার জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ শেষে সদস্য/রুকনদের উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে জেলা মজলিসে শূরা সদস্য এবং প্রত্যেক উপজেলা আমীর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।জানাযায় আজ উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে ১ম ধাপে পুরুষ ১৯ জন জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয় পরে নির্বাচিত শূরা সদস্যরা আবারও ২য় ধাপে পুরুষ ৬ জন জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত করে মোট ২৫ জন পুরুষ জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয়। উপজেলা ভিত্তিক সংখ্যানুপাতিক হারে মহিলা জেলা মজলিসে শূরা সদস্য নির্বাচিত হয় ১২ জন।জেলা মজলিসে শূরা নির্বাচনের পর নব নির্বাচিত ২৫ জন শূরা সদস্য শপথ গ্রহণ করেন। উক্ত ভোট গ্রহণ অনুষ্ঠানে সরাসরী অংশগ্রহণ করেন জেলার প্রায় ৯৬৮ জন রুকন।নবনির্বাচিত জেলা আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ এর সভাপতিত্বে রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।আরও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।