গুরুদাসপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর দাওয়াতি মাহফিল ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪

এস এম পারভেজ তালুকদার ।। শুক্রবার সন্ধায় পৌর শহরের চাঁচকৈড় বাঁশহাটা নিজ দলীয় কার্যলয় দাওয়াতি মাহফিল ও পৌর কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে  সঞ্চালনা করেন মাওঃ আব্দুল রহমান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ জামিল আহমাদ,আহ্বায়ক, বাংলাদেশের খেলাফত মজলিস, গুরুদাসপুর উপজেলা শাখা, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তারুণ্যের অহংকার  বিশিষ্ট ব্যাবসায়িক  সমাজসেবক মখলেসুর রহমান (বাচ্চু,) সহ সাংগঠনিক সম্পাদক  নাটোর জেলা শাখা, ও গুরুদাসপুর থানা সেক্রেটারি , উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওঃ আজগর আলী, বিশিষ্ট  আলেমে দ্বী সভাপতি আহালে সুন্নত ওয়াল জামাত গুরুদাসপুর, মাওঃ ফরিদুদ্দিন সভাপতি যুব কমিটি  গুরুদাসপুর পৌর খেলাফত মজলিস,  মাওঃ আলমগীর হোসেন ,  সহ সাধারণ সম্পাদক,হাঃ মাওঃ সিহাব উদ্দিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক নাটোর জেলা শাখা, খেলাফত মজলিস, উক্ত অনুষ্ঠানে  বক্তারা  তাদের বক্তৃতায় ইসলামের বিভিন্ন দিক কথার মাধ্যমে তুলে ধরেন ।দলের  মাওলানা মামুনুল হক বর্তমানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদে রয়েছেন। ইসলামের শাসন কায়েম করার জন্য  বাংলাদেশ খেলাফত মজলিস দলের ভূমিকা অপরিসীম,  তাই গুরুদাসপুর পৌর কমিটি  গঠনের মধ্যে দিয়ে  আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ সকল নির্বাচনে  বাংলাদেশ খেলাফত  মজলিসের  সদস্যগণ  অংশগ্রহণ করবে  বলে জানান, মোখলেসুর রহমান  বাচ্চু,  সহসাংগঠনিক সম্পাদক  নাটোর জেলা শাখা,  এই নেতা,  গুরুদাসপুর পৌর  খেলাফত মজলিস কমিটিতে    ২৯ জন এবং  যুব কমিটিতে  ২৯ জন সদস্য  নামের তালিকা ঘোষণা করেন  এবং  তাদের  শপথ পাঠ্য পাঠ করান  প্রধান অতিথি  আলহাজ্ব  মাওঃ জামিল আহমাদ,  আহ্বায়ক বাংলাদেশ খেলাফত মজলিস গুরুদাসপুর উপজেলা শাখা,  এসময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলার  বিভিন্ন এলাকা থেকে আসা আলেম-ওলামা  হাফেজ  মুক্তি  সহ  এলাকার অনেক  ইসলামী তৌহিদ মানুষ,  প্রধান বক্তা  তার বক্তৃতায় বাংলাদেশ খেলাফত মজলিসের  দলের বিভিন্ন বিষয়ে কথা তুলেধরেন এবং  দলের মহাসচিব  মাওঃ মামুনুল হকের   এ দেশের সাধারণ মানুষ কে  নিয়ে যে স্বপ্ন  এবং  ইসলামী  চিন্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে  ইসলামী শাসন  আল কোরআনের  আইন  বাস্তবায়ন করার জন্য  সবাইকে  ঐক্যবদ্ধভাবে  কাজ করতে আহ্বান করেন।  এ কমিটির  সদস্য দের মতো  গুরুদাসপুর উপজেলার সকল  ইউনিয়ন  পৌর  ওয়াডে কমিটি  করা হবে বলে   জানান  আলহাজ্ব মাওঃ জামিল আহমাদ।