পৃর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর, ২ লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ সজল সরকার ।। রংপুরের মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের আরিফপুর গ্রামে গত ৩১ অক্টোবর বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে হঠাৎ আক্রমণ চালিয়ে বাড়িঘর ভাংচুর ও প্রায় ২ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে একই গ্রামে বসবাসরত সোহান মিয়া (২৬) ও হাফিজার রহমান (৫০) এর বিরুদ্ধে।এবিষয়ে ভুক্তভোগী শহিনুর রহমানের পক্ষে তার মামা হুমায়ন কবির বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শহিনুর রহমান দীর্ঘদিন থেকে জীবিকার তাগিদে ঢাকা শহরে বসবাস করে । এরই সুযোগে গত ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখে বিকেলে শহিনুর রহমান এর বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে বিবাদী-সোহান মিয়া ও হাফিজার রহমানদ্বয় অজ্ঞাতনামা আরো অনুমান ৩/৪জন বিবাদীসহ সু-কৌশলে বাড়িতে প্রবেশ করে বাড়ির ভিতরে থাকা অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার বিভিন্ন মালামাল লুট ও চুরি করে নিয়ে যায়। সেইসঙ্গে বাড়ির বেড়া, টাটি ও ঘরের বেড়ায় থাকা টিন ভাংচুর করে খুলে ফেলে এবং ভাংরির দোকানে বিক্রি করে দেয় ।উল্লেখ্য বিবাদী হাফিজার রহমানের ছেলে সোহান মিয়ার সাথে বাদি শাহিনুর রহমানের কন্যার ৩ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই সোহান মিয়া নানাভাবে তার স্ত্রীকে মানুষিক ও শারীরিক অত্যাচার ও নির্যাতন করতে থাকে । এরই সুবাধে গত ১০ মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের ঘটে একটি নবজাতক ১ বছর ৭ মাস বয়সি ছেলে সন্তান রয়েছে বলেও জানা যায় এলাকাবাসীর ধারণা বিবাহবিচ্ছেদের কারণেই সোহান তার সাবেক শ্বশুরের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট চালায় ।প্রতিবেশি হুমায়ূন কবির জানান, আমি লোক মারফত শুনতে পেলে ঘটনাস্থলে গিয়ে দেখি সোহান ঘরবাড়ি ভাংচুর করছে। পরে সেই ঘরের টিনের বেডা নিজেই বিক্রি করেছে বলেও শুনেছি । সে একজন উশৃংখল ও মাদকাসক্ত যুবক। তাকে বারবার নিষেধ করা সত্বেও সে ভাংচুর করা বন্ধ রাখেনি। তার বিচার না হলে এলাকার বাকি যুবকেরাও এসব কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে ।এবিষয়ে বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান জানান, ঘরবাড়ি ভাংচুরের ঘটনার সত্যতা রয়েছে । আমি নিজে ঘটনাস্থল পরিদরর্শন করেছি । বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES সারা বাংলা বিষয়: