লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৪ জামিরুল ইসলাম।।নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই (২০২৪-২০২৫) মৌসুমের উদ্বোধন করা হয়েছে।মিলের ডোঙ্গায় আখ ফেলে শুক্রবার বিকালে মাড়াই মৌসুম উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, শিল্প মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র।শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ড. লিপিকা ভদ্রের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসা: আসমা শাহীন, ব্যবস্থাপনা পরিচালক মো: খবির উদ্দিন মোল্লা, জেলা পুলিশ সুপার মো: মারুফত হোসাইন,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পরেশনের যুগ্ম সচিব কামরুল ইসলাম তালুকদার।লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনর রশীদ পাপ্পু, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম বক্তব্য দেন।মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ প্রমুখ । এসময়ে উপস্থিত ছিলেন, সুগার মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আখ চাষি বৃন্দ,গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন পরিবর্তনের ধারা শুরু করেছি, এগিয়ে নিয়ে যাবে নির্বাচিত সরকার। বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনি কল গুলোর মধ্যে অন্তত একটি চিনি কল হলেও চালু করা। সেই সাথে দেশে চিনির উৎপাদন বৃদ্ধি করে আমদানি কমিয়ে আনা। দেশে চিনিকল গুলো আবারও সচল করা।তিনি আরও বলেন, ইতিমধ্যেই ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে।মিল সূত্রে জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ১১৭ কর্ম দিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে, এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে ৩১ টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ ক্রয় শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা। SHARES সারা বাংলা বিষয়: