ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২৪

মোঃ রিপন শেখ।।ট্রেনে কাটা পড়ে মিথিলা আখতার (১৩) নামক এক কিশোরীর   মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বড় বোনের মেয়ে আশা মনি নামক ৮ মাসের একটি শিশু  আহত হয়।নিহত মিথিলা  মাদারীপুর জেলার শিবচর উপজেলার কান্দী(মোকসেদপুর বাজার) গ্রামের বিল্লাল সর্দারের  মেয়ে ।বুধবার ( ৪ ডিসেম্বর )বিকাল ৫ টার দিকে  খুলনা-ফরিদপুর- ঢাকা  রেলওয়ে লাইনের শিবচর উপজেলার পাচ্চর  নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।ভাংগা রেলওয়ে স্টেশন থানার  এসআই নুরুন্নবী  মন্ডল জানান,বুধবার বিকাল ৪ টার দিকে মিথিলা আক্তার তার ভাগ্নিকে কোলে নিয়ে রেললাইনে হাঁটছিলেন।এমন সময়  ঢাকা থেকে রাজশাহীগামী   মধুমতি ট্রেন ঘটনাস্থল অতিক্রম কালে মিথিলা আক্তার ট্রেনে কাটা পড়ে মারা যায়। এসময়  তার ভাগ্নি গুরুত্ব আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।