নাচোলে ধানখেতে আ’লীগ নেতার লাশ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৪ মোঃ মাহিদুল ইসলাম ।। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি ধানখেতে কামরুল ইসলাম (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। উপজেলার হাকরইল গ্রামে ধানক্ষেতের নালা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম কামরুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার নাচোল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।পরিবারের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রাতে শৌচাগারে যেতে ঘর থেকে বের হয়েছিলেন কামরুল ইসলাম। শুক্রবার সকালে বাড়ির পাশে ধানখেতে পাকা নালার মধ্যে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।তিনি আরও বলেন, তাকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তবে নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: