আবীর কে বাঁচতে ,সহযোগিতা চাইলেন তার পরিবার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
এস এম পারভেজ তালুকদার ।। গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডের  বাসিন্দা  শ্রী সুনজ কুমার সরকার, মাতা শীখা,  তাদের  এক মাএ সন্তান  আবীর কুমার (৯)  বছর লেখাপড়া করছে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে,  ভালোই ছিল সুজনের পেশায় মোটরসাইকেল মেকানিক্স ,  ভালো চলছিল সুজনের পরিবার, হঠাৎ করে  তার একমাত্র সন্তান আবীরের গলার বামদিকে ঘাড়ের নিচে একটি ফোড়া বেড় হয়। এমন অবস্থায় এলাকায় চিকিৎসকের পরামর্শ নিয়ে অনেক ঔষধ খাওয়াই সন্তান  আবীর কে কিন্তু  কোন কিছু হয় না গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসে ভর্তি করেন , দায়িত্বে থাকার চিকিৎসক  আবীর কে উন্নত চিকিৎসা জন্য  রাজশাহীতে রিফার  করে কিন্তু  রাজশাহী সদরের চিকিৎসকের পরামর্শ  নেয়ার পর কিছুটা  সুস্থ হয় আবীর  কিন্তু ফোড়া যন্ত্র সম্পূর্ণভাবে থেকে যায়, এর পর একজন চিকিৎসক পরামর্শ কমে   ঢাকা লিবার্টি হসপিটালে সুজন সরকার  তার ছেলে আবীর কে নিয়ে যায় এবং  ফোড়া কাঁটায়, ওখানের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে  সুজন সরকার, গরিব পরিবার শ্রমজীবী মানুষ স্বজন সরকার  এক দিকে ছেলের চিকিৎসার খরচ অন্যদিকে পরিবারের সংসার চালানোর খরচ সব মিলিয়ে  হিমশিম খায় সুজন, এদিকে চিকিৎসা করে আসার পর থেকে আবীরের সব সময়  বিভিন্ন শারীরিক সমস্যা  দেখা দেয়, কোন কিছুতেই অসুখ সারে না, এভাবেই সময় অতিবাহিত  হয় ৩ মাস পরে ঢাকা পিজি  হাসপাতালের আবীর কে নিয়ে যাওয়া হয় এবং  সে খানে সুজনের মাথায় বর্জপাত  আঘাত করে, অনেক  পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক  বলেন তাদের সন্তানের ক্যান্সারে আক্রান্ত হয়েছে।  এর পর থেকে সুজন তার সন্তান ও পরিবার ও সব কিছু নিয়ে হতাশা নিয়ে জীবন যাপন করছে  আবীর বলেন আমি বাঁচতে চাই, আমি লেখাপড়া করতে চাই  আমি আবাও বন্ধুদের সঙ্গে খেলা করতে চাই। এমন কথা শুনে তার মা শিখা সরকার, চোখের জলে বুকভিজে যায়, একমাত্র সন্তানকে বাঁচাতে  আবীরের মা সকলের কাছে আর্থিক সহযোগিতা  চেয়েছেন, বর্তমানে আবীর সরকার  এনায়েতপুর  হসপিটালের চিকিৎসাধীন রয়েছেন  তাই  দেশের সকল মানুষের কাছে এবং প্রবাসী সকল ভাই-বোনদের কাছে  আর্থিক সহযোগিতা  চেয়েছেন আবীরের বাবা সুজন সরকার, যদি কোন মহৎ  সহৃদয়বান  ব্যক্তি আর্থিক সহযোগিতা করতে চান তাহলে  মোবাইল নাম্বার বিকাশ ০১৩১২-২৪৩৭২০/ তথবা ০১৭৭১-৫০৬৩৬৩ এই নাম্বারে তাই সকল মানবতার ফেরিওয়ালাদের কাছে  আবীর কে বাঁচাতে এগিয়ে আসতে বিশেষভাবে অনুরোধ করেছেন আবীরের পরিবার।