নওগাঁয় ট্রাক চাপায় অটোরিকশার যাত্রী মোমেনা খাতুন নিহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪
সাইফুল ইসলাম।।নওগাঁ জেলা শহরের দয়ালের মোড়ে ট্রাক চাপায় মোমেনা খাতুন নামে অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর সকালে। এসময় অটোরিকশায় থাকা আরো কয়েক জন যাত্রী আহত হয়।নিহত মোমেনা খাতুন হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী।নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত মোমেনা খাতুন চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশ্যে ভোরে বাড়ি থেকে বের হয়ে একটি অটো রিকশায় চড়ে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। যাওয়ার পথে দয়ালের মোড় এলাকায় পৌছালে একটি ট্রাক চাপা দেয়। ট্রাকের চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে দূর্ঘটনা স্থলেই নারী যাত্রী মোমেনা খাতুনের মৃত্যু হয়। এক জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম বলেন, খবর পেয়ে দূর্ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।