ডিজিটাল প্ল্যাটফর্মে বরগুনার নতুন বিপ্লব দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৪ মো. আরিফ ।। বরগুনা জেলাবাসীর জন্য একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বরগুনা তথ্য সেবা’ অ্যাপ। এই অ্যাপটি এখন বরগুনাবাসীর জন্য এক নতুন সেবার দিগন্ত উন্মোচন করেছে, এর মাধ্যমে জেলা বাসী পাচ্ছে তাদের প্রয়োজনীয় তথ্য এবং সেবা একসাথে, হাতের মুঠোয়। বরগুনাবাসীর জন্য এটি একটি ডিজিটাল বিপ্লব। ‘বরগুনা তথ্য সেবা’ অ্যাপটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বরগুনা জেলার প্রতিটি নাগরিকের জন্য একটি একক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে পাওয়া যাবে স্বাস্থ্য, শিক্ষা, সরকারি দপ্তর, সংবাদ, সামাজিক সেবা এবং আরও অনেক কিছু। অ্যাপটির ইন্টারফেস অত্যন্ত সহজ এবং ব্যবহারবান্ধব, যা সকল বয়সের মানুষের জন্য উপযোগী। বরগুনা জেলা তথা বাংলাদেশে ডিজিটাল সেবা ও তথ্যপ্রযুক্তির বিস্তার ঘটানোর লক্ষ্যে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অ্যাপের সুবিধা: ‘বরগুনা তথ্য সেবা’ অ্যাপে রয়েছে বরগুনা জেলার প্রতিটি উপজেলা ভিত্তিক সেবা। এর মধ্যে রয়েছে: – স্বাস্থ্য সেবা: হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ডোনেশন সংগঠন, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডাক্তারের চেম্বার। – শিক্ষা সেবা: স্কুল, কলেজ, কোচিং সেন্টার, গৃহ শিক্ষক, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। – সামাজিক সেবা: পুলিশ, প্রশাসন, আইনজীবী, সামাজিক সংগঠন, আইনগত সহায়তা। – পর্যটন ও ব্যবসা: দর্শনীয় স্থান, হোটেল/রেস্টুরেন্ট, ব্যাংক, এনজিও, বাস/লঞ্চ সার্ভিস, কুরিয়ার সার্ভিস, সিএনজি গাড়ি, রেন্টাল গাড়ি। – সরকারি সেবা: সরকারি দপ্তরের তথ্য, সরকারি প্রকল্প, দলিল লেখক। – যোগাযোগ সেবা: মেস/হোস্টেল, বিভিন্ন মিস্ত্রি, বিউটি পার্লার, ফটোগ্রাফার, ইন্টারনেট সার্ভিস, পত্রিকা ও টেলিভিশন সংবাদ কর্মী। অ্যাপের উদ্দেশ্য: অ্যাপটির লক্ষ্য হলো বরগুনা জেলার বৈচিত্র্যময় স্থান, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিকগুলো তুলে ধরা, এবং জেলার সকল নাগরিককে তাদের প্রয়োজনীয় সেবা সহজ, দ্রুত এবং একক প্ল্যাটফর্মে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বরগুনাবাসী তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে আর কোনো সমস্যায় পড়বে না। বরগুনার প্রতিটি নাগরিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক বা সরকারি কর্মচারী এই অ্যাপটির মাধ্যমে তাদের প্রয়োজনীয় সেবা এবং তথ্য খুব সহজেই পেতে পারবেন। অ্যাপটির উদ্ভাবক: মোঃ রিয়াদ হোসাইন। এই ডিজিটাল উদ্যোগের উদ্ভাবক হলেন মোঃ রিয়াদ হোসাইন, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার একজন তরুণ উদ্ভাবক, যিনি সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন (সেইফ) এর তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, বরগুনা জেলার ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি, আমরা বরগুনাবাসীকে নাগরিক সেবা আরও সহজে এবং দ্রুত পৌঁছে দিতে এই অ্যাপটি তৈরি করেছি। ডিজিটাল প্রযুক্তির এই উদ্ভাবন বরগুনা জেলার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। অ্যাপের ভবিষ্যত পরিকল্পনা: রিয়াদ হোসাইন আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু বরগুনা জেলার তথ্য সরবরাহ করা নয়, বরং স্থানীয় জনগণের জন্য একটি ডিজিটাল হাব তৈরি করা, যেখানে তারা স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, আইনগত সহায়তা, জরুরি সেবা, এবং অন্য প্রয়োজনীয় সব তথ্য পেতে সক্ষম হবে। ভবিষ্যতে আমরা আরও নতুন সেবা এবং ফিচার যুক্ত করার পরিকল্পনা করছি, যাতে বরগুনা জেলা আরও আধুনিক এবং ডিজিটালভাবে সমৃদ্ধ হয়। যেভাবে অ্যাপ টি পাবেন:’বরগুনা তথ্য সেবা’ অ্যাপ টি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। গুগল প্লে স্টোরে যাবেন এবং “বরগুনা তথ্য সেবা” লিখে সার্চ করবেন। তারপর অ্যাপটি ডাউনলোড করবেন এবং সহজেই ব্যবহার শুরু করতে পারবেন। “বরগুনা তথ্য সেবা” অ্যাপটি এখন সকলের হাতের মুঠোয় একটি ডিজিটাল ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে। SHARES সারা বাংলা বিষয়: