চাটখিলে চ্যারিটেবল ট্রাস্টের উদ্বোধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৪ মোঃ হানিফ,চাটখিল। উপজেলার হোসেনপুর-সাত্রাপাড়া এলাকায় ১৫ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার দুপুরে চাটখিল চ্যারিটেবল ট্রাস্ট্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। চাটখিল চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য আবুল মাহমুদ রিয়াদের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফারুক রহমান, চাটখিল পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর, চাটখিল পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ জাহান খান বাবুল, নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান হাজী মো. মানিক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জাহাঙ্গীর আলম বলেন এটা নিশ্চয় একটা মহতি উদ্যোগ এ বেপারে আমাদের সবাইকে সার্বিক ভাবে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল প্রেস ক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাবিবুর রহমান, চাটখিল উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মিজানুর রহমান, চাটখিল উপজেলা জেএসডি সাধারন সম্পাদক শহীদুল্ল্যা, নোয়াখালী জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতির বক্তব্যে চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি বলেন, ট্রাস্টের অন্যতম কাজ হচ্ছে বয়োবৃদ্ধের চিকিৎসা সেবা, পুনর্বাসন, বাসস্থানের ব্যবস্থা করা, মহিলাদের সেলাই মিশিন বিতরণ ও প্রশিক্ষণ এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কারিগরি শিক্ষা ব্যবস্থা করা। সভা শেষে স্থানীয় দরিদ্র-অসহায়দের মাঝে চাটখিল চ্যারিটেবল ট্রাস্টের সুবিধাভোগী কার্ড বিতরণ করেন প্রধান অতিথি আলহাজ্ব জাহাঙ্গীর আলম। SHARES সারা বাংলা বিষয়: