মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে গ্রাহকদের আমানতকৃত অর্থ উদ্ধারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২৫
খোরশেদ। ।   আমাদের বাঁচতে দাও,আমাদের টাকা ফেরৎ দাও,  এ স্লোগান সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে বালিজুড়ী শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে গ্রাহকদের আমানতকৃত অর্থ উদ্ধারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেন। ৪ ফেব্রুয়ারি সকাল থেকে সমাবেশে যোগদেন হাজার হাজার গ্রাহকেরা। গ্রাহকদের আমানতকৃত অর্থ উদ্ধারের দাবীতে সমাবেশে বক্তব্য রাখেন শিবলুল  বারী রাজু, মোখলেছুর রহমান মোখলেস, হাফিজুর রহমান মাফু,হিবজুর বাবুল,ইমন, বিদ্যুৎ, রতনসহ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল শহীদ মিনার চত্বর থেকে বালিজুড়ী প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ উপজেলা পরিষদের সামনে এসে আমানতকৃত অর্থ উদ্ধারের দাবীতে হাজার হাজার গ্রাহক দিনব্যাপি অবস্থান নেয়। গ্রাহকরা  আমাদের টাকা আমাদের টাকা, দিতে হবে দিতে হবে এ স্লোগান দিতে থাকে এবং জামালপুরের ডিসি এসপি না আসা পর্যন্ত কর্মসূচি অবস্থান নেয় গ্রাহকরা। গ্রাহকরা বলেন প্রশাসন নিরব কেন আমারা জবাব চাই। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, গ্রাহকদের সাথে মালিক পক্ষের ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে টাকা ফেরত  দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত  ফেরত পাননি কেউ। মাদারগঞ্জে অনেক পরিবার এখন নিঃস্ব। সমিতিতে টাকা রাখা গ্রাহকদের দুঃখের শেষ কোথায়।