১৪ই ফেব্রুয়ারী সাতবর্গ খেলার মাঠে সাতবর্গ শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট-এর ফাইনাল খেলা (ইসলামপুর একাদশ বনাম চৌমুহনী একাদশ) অনুষ্ঠিত হয়। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫ উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপি সভাপতি জমির হোসেন দস্তগীর! উদ্ভোদক: ছিলেন -সাধারণ সম্পাদক, বিজয়নগর উপজেলা বিএনপির এডভোকেট ইমাম হোসেন! সার্বিক তত্বাবধানে: আমিনুল ইসলাম(মোছন)- সভাপতি,বুধন্তী ইউপি. প্রবাসী সামাজিক সংগঠন। সদস্য আহ্বায়ক কমিটি,সৌদি আরব প্রবাসী বিএনপি। আয়োজনে: মরহুম আলহাজ্ব শহিদ মেম্বার ফাউন্ডেশন। উক্ত টুর্নামেন্টে উপস্থিত বক্তব্যে বলেন খেলাধুলা মানুষ মন ও দেহ সুস্থ রাখে! আগে ছোট বেলায় পাড়ায় পাড়ায় সকল ধরনের খেলা হত, মানুষ মন ও দেহ সুস্থ রাখতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমরা এখন আধুনিক হতে হতে খেলাধুলা কে ভুলে যাচ্ছি, আগে যেরকম মাঠে খেলা হতো এখন মাঠে খেলা হয় না বলেই চলে, সবাই এখন মোবাইলে অ্যাপ ব্যবহার করে গেইম খেলে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ঝুঁকিপূর্ণ! আজকের এই টুর্নামেন্ট দ্বারা সকলের কাছে আমি একটা বার্তা দিয়ে যাই আসুন আমরা সবাই মাঠে প্রজন্মকে মাঠে খেলাধুলা করার জন্য উৎসাহিত করি! মোবাইল ফোন আমাদের প্রজন্মের জন্য খুবই ঝুঁকিপূর্ণ! উক্ত টুর্নামেন্টে ১ম পুরষ্কার: আকর্ষণীয় মোটরসাইকেল। ২য় পুরষ্কার: রঙ্গিন এলইডি টিভি। টুর্নামেন্টে পরিচালক আম্পায়ার: রাশেদ খান মেনন ও সাদ্দাম হোসেন। বিজয়ী দল:ইসলামপুর একাদশ। ম্যান অব দ্যা ম্যাচ: সানি আহমেদ আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিতি জামাল মেম্বার, সাত্তার, নাজমুল, মঙ্গল, কিছমত, আবু মেম্বার, সায়েদ মিয়া, সাইদ কোকন, সজীব মেম্বার, মিজান, মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন নয়ন, মতিন, কমিটির নাম, আনোয়ার হোসেন, জুনাহিদ, নাহিদ ফারুক, সানি, শান্ত, রিপন, ডানু সহ আরো অনেকেই, উপস্থিত সকল দর্শকবৃন্দ খুব উৎসের সাথে টুর্নামেন্টে উপভোগ করেন! এবং ভবিষ্যতে আরো সুন্দর ও প্রাণবন্দর টুর্নামেন্ট আয়োজন করার জন্য আহ্বান জানা! SHARES খেলাধুলা বিষয়: