রংপুরে জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লোগো উন্মোচন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ আবু রায়হান তামিম।। রংপুরে শুরু হচ্ছে ‘জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানে রোববার (২৭ জুলাই) রংপুর স্টেডিয়ামে লোগো উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টটি শুরু হবে সোমবার (২৮ জুলাই)। এতে অংশ নিচ্ছে জেলার আট উপজেলার দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রংপুর সদর ও কাউনিয়া।লোগো উন্মোচনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা, ক্রীড়া সংগঠক মঞ্জুর আহমেদ আজাদসহ অন্যরা।জেলা প্রশাসক বলেন, “মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ইউনিয়ন-উপজেলা থেকে উঠে আসা প্রতিভারাই একদিন জাতীয় দলে খেলবে। SHARES খেলাধুলা বিষয়: