নাসিরনগরে এমএ হান্নান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫ আশিকুর রহমান চৌধুরী পনি।। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নুরপুরে এমএ হান্নান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার( ১৩সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নুরপুর, পাঠানিশা, ব্রাহ্মণশাসন ও চটিপাড়ার উদ্যোগে নুরপুর হাইস্কুল মাঠে এই জমজমাটপূর্ণ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত হাজার হাজার দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এই ফাইনাল ম্যাচে চৈয়ারকুড়ি মোজাহিদ ফুটবল দল নুরপুর ফুটবল দলকে ০-১ গোলে পরাজিত করে শিরোপা জয় করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী চৈয়ারকুড়ি মোজাহিদ ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার মোটর সাইকেলের চাবি তুলে দেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনু সর্দার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আকবর হোসেন শ্যামল। এই ফুটবল খেলা কে কেন্দ্র করে এলাকায় বেশ কয়েকদিন ধরে উৎসবের আমেজ বিরাজ করছিল। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দুরে রাখে এবং মানুৃষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে। শান্তিপূর্ণভাবে খেলা সম্পন্ন হওয়ায় এলাকাবাসীকে তিনি ধন্যবাদ জানায়। SHARES খেলাধুলা বিষয়: