সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলিকদম ইউনিয়ন দল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫
মথি ত্রিপুরা।।
বান্দরবান জেলার বিভিন্ন উপজেলার ও ইউনিয়নের তরুণদের আরো একধাপ এগিয়ে নিতে আলীকদম উপজেলায় ৬৯ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ  ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর তত্ত্বাবধানে শুরু হয়েছে সেনা জোন  কাপ ফুটবল প্রতিযোগিতা- ২০২৫।  বিভিন্ন ইউনিয়নের ফুটবল দলের মাঝে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে চ্যাম্পিয়ন দল নির্বাচনের আনন্দিত জনউল্লাসে আলীকদম উপজেলা আজ মুখরিত।

১৬ আগস্ট আলীকদম সেনানিবাসের সেনা জোন কাপ  ফুটবল প্রতিযোগিতা-২০২৫ এর শুভ উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম,পিএসসি, অধিনায়ক,  ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তীতে প্রতিযোগিতার নক আউট পর্বের খেলা আরম্ভ হয়।

আলীকদম উপজেলার মোট চারটি ইউনিয়নের ফুটবল দলের মাঝে প্রতিযোগিতার মাধ্যমে গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার গৌরব অর্জন করে চৈক্ষাং ইউনিয়ন এবং আলীকদম সদর ইউনিয়ন।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, অধিনায়ক, ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট। এছাড়াও উপস্থিত ছিলেন,  উপ- অধিনায়ক,  ১৬ ইস্টবেঙ্গল রেজিমেন্ট, অধ্যক্ষ আলীকদম ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ , উপজেলা  নির্বাহী অফিসার, ওসি, আলীকদম থানা, আলীকদম উপজেলার ইউনিয়ন চেয়ারম্যানগণ এবং ফাইনালে অংশগ্রহণকারী দলের কারবারিবৃন্দ।

প্রধান অতিথি বলেন,  এই আয়োজন শুধু একটি খেলার  আয়োজন নয়, এটি বান্দরবান পার্বত্য জেলায় শান্তি,  সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার এক অনন্য প্রয়াস। এই আয়োজন আলীকদম উপজেলার  ইউনিয়ন গুলোকে ঐক্যবদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে
যুব সমাজকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য একটি মহৎ উদ্যোগ।

তিনি আরও বলেন, প্রতিটি দল তাদের সামর্থ্য, কৌশল ও খেলোয়াড় সুলভ আচরণের মাধ্যমে অনন্য ক্রীড়াশৈলী প্রদর্শন করেছে। আমাদের সকলের দায়িত্ব প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, উৎসাহ দেয়া এবং উপযুক্ত সুযোগ প্রদানের মাধ্যমে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। খেলাধুলো শুধুমাত্র একটি শারীরিক কসরত নয় বরং এটি তরুণদের মাঝে তৈরি করে ক্রীড়াশৈলী, নেতৃত্ব ও দেশ গঠনের উদ্দীপনা।

ফাইনাল খেলায় ১-০ গোলে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আলীকদম সদর ইউনিয়ন দল এবং রানার আপ হওয়ার গৌরব অর্জন করে চৈক্ষাং ইউনিয়ন দল।
প্রধান অতিথি চ্যাম্পিয়ন এবং রানার আপ দলের মাঝে ট্রফি তুলে দেয়া ছাড়াও শ্রেষ্ঠ গোলরক্ষক শ্রেষ্ঠ গোলদাতা এবং শ্রেষ্ঠ খেলোয়ার কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে  পুরস্কৃত করেন।

শ্রেষ্ঠ খেলোয়াড় হাওয়ার গৌরব অর্জন করায় আলীকদম  সদর ইউনিয়ন দলের সোহেল বলেন,  আজ সেনা  জোন কাপ ফুটবল প্রতিযোগিতায় পুরস্কৃত হওয়ায় আমি অনেক আনন্দিত। আমরা সাধারণত এমন ফুটবল প্রতিযোগিতার সুযোগ পাইনা। আমাদের আশা, আমরা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে আরো এগিয়ে যাবো এবং একদিন দেশের জন্য জাতীয় দলে খেলব।

সেনা জোন কাপ ফুটবল প্রতিযোগিতার ম্যাচগুলো দেখতে প্রতিটি ইউনিয়ন থেকে জন স্রোতের এক অনন্য সমারোহ হয়। নানান জনপদের আমাদের এই বান্দরবান জেলা এই প্রতিযোগিতার মাধ্যমে আরো সৌহার্দমন্ডিত এবং একত্রতায় ভরে উঠবে। গড়ে উঠবে  উঠবে একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি।