কুষ্টিয়ার মিরপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫

আসাদুল ইসলাম।।

কুষ্টিয়ার মিরপুরে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮মার্চ) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রহমত আলী রব্বান লিখিত বক্তব্যে বলেন, আর আমি গর্ব করে বলতে পারি মিরপুর উপজেলা বিএনপির কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি করে খাই না। বিএনপি যারা করে অভিজাত্য পরিবারের সন্তানেরাই করে। বিএনপি যারা করে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করে। বিএনপি যারা করে জনগণের সমর্থিত নেতৃত্বে বেড়ে ওঠে। বিএনপিকে নিয়ে অপপ্রচার বন্ধ করুন। সম্প্রতি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক দর্পর পত্রিকায় তার বিরুদ্ধে ৬ মার্চ সংবাদ প্রচারের পর শনিবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রহমত আলী রব্বান বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও আমাকে বিতর্কিত করতেই আমার বিরুদ্ধে সম্পূর্ণ উদেশ্য প্রনোদিত ভাবে একদল কুঁচক্রিমহল এবং হলুদ সাংবাদিক এর মদতে বেশ কিছু মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন তথ্য তারা প্রচার করেছে। যা সর্বাত্মক ভাবে মিরপুর থানা বিএনপির মানহানীর সামিল বলে বিবেচিত হয়েছে। তিনি আরও বলেন, আপনারা অনলাইন মাধ্যমে অবগত আছেন যে উক্ত পত্রিকায় (স্থানীয় পত্রিকা) যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভুক্তভোগী উল্লেখ করে তাদের অনুমতি ব্যতিত তাদের নাম উল্লেখ করেছেন তারা ইতমধ্যেই আত্মস্বীকৃত ভাবে তাদের এই নিউজ এর বিষয়ে কোন সম্পৃক্ততা নেই, কোন সংবাদকর্মী তাদের সাথে যোগাযোগ করেনি এবং সর্বপরি তারা এ ধরণের কোন প্রকার চাঁদাবাজী বা ভোগান্তির শিকার হননি বলে জানিয়েছেন। এ ধরণের মিথ্যা সংবাদ প্রচারে তাদের নিজেদেরও মানহানী হয়েছে, সাপেক্ষে সাংবাদিক ও সংবাদ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও আগ্রহ ব্যাক্ত করেছেন। সংবাদ সম্মেলনে মিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মো আশরাফুজ্জামান শাহিন, মিরপুর পৌর বিএনপির আহবায়ক মো আব্দুর রশিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।