নাগেশ্বরীর আশার মোড়ে মোটর সাইকেলের ধাক্কায় ছ’মিল শ্রমিক নিহত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫ আসাদুজ্জামান।। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার আশার মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল হক (৪৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে ভূরুঙ্গামারী- নাগেশ্বরী সড়কের আশার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল মাল ভাঙ্গা মুন্সীটারি এলাকার আবু বক্কর মিয়ার ছেলে। তিনি আশার মোড়ে একটি ছ মিলে শ্রমিকের কাজ করতেন। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পাড় হচ্ছিলেন ফজলুল হক। এ সময় ভূরুঙ্গামারীর দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে কয়েকগজ টেনে নিয়ে যায়। এসময় চালক ও ফজলুল দুজনে গুরুতর আহত হলে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তিনি মারা যান। এদিকে চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পরবর্তীতে জানা যায়, মোটরসাইকেল চালকের নাম রাজীব মিয়া। তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার রঞ্জু মিয়ার ছেলে জানা গেছে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলছে। SHARES সারা বাংলা বিষয়: