শেরপুরে ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দেওয়ায় মুসুল্লিদের মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫ শেরপুর প্রতিনিধি।। শেরপুর জেলার সদর উপজেলার ৬ নং পাকুরিয়া ইউনিয়নের গনই ভরুয়াপাড়া এলাকায় মান্দাখালী ঈদগাহ মাঠের উন্নয়ন কাজে বাধা দেওয়ায় স্থানীয় মুসল্লিগণ মানববন্ধন করেছেন ৷ ১৭ এপ্রিল শুক্রবার জুম্মা নামাযের পর স্হানীয় মুসুল্লিরা রাস্তায় দাড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, জেলা শহরের নারায়ণ পুর মহল্লার বাসিন্দা এ এইচ নোমান ওই এলাকায় ঈদ গাহ মাঠের উন্নয়নের কাজ চলমান অবস্থায় ঈদ গায়ের জমি নিজের দাবি তোলে চাঁদা দাবী করে এবং তার ব্যবহারীক ফেসবুক থেকে ঈদগাহ মাঠের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গন্যমান্য ব্যাক্তির বিরুদ্ধে অরুচিশীল লেখা সম্প্রচার করায় এলাকা মুসুল্লিদের মাঝে ব্যাপক ক্ষোপের সঞ্চায় হয়। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, গনই ভরুয়াপাড়া জামেমসজিদ সংলগ্ন এলাকা বাসীর একমাত্র ঈদ গাহ মাঠ প্রায় ২ যুগের অধিক সময় ধরে এলাকাবাসী ঈদের জামাত আদায় করে থাকেন। মাঠ কমিটির উপদেষ্টা মো. রবিউল ইসলাম চাঁন মিয়া বলেন, এলাকা বাসীর স্বার্থে সরকারি খাস ভুমি ও একজন মালিকের দেওয়া ৪ শতাংশ ভূমির উপর দুই যুগ আগে এ ঈদ গাহ মাঠ পরিচালনা হয়ে আসছে। সাম্প্রতিক সময়ে এলাকা বাসীর আর্থিক সহযোগিতায় ঈদ গাহ মাঠের উন্নয়ন মূলক কার্যক্রম শুরু করলে এ এইচ নোমান নামে নিজেকে সাংবাদিক দাবি করে ঈদ গাহ কমিটির নিকট চাঁদা দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাঠ কমিটির সভাপতি মো. মামুন ও সাধারণ সম্পাদক, মো. আবুল হাসেম, ক্যাশিয়ার দানু মিয়া,নয়ন মিয়া প্রমুখ। SHARES সারা বাংলা বিষয়: