চাটখিলে পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৮ আসামী গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৫

মোঃ হানিফ।।

চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানসা কারিগর বাড়ির আনোয়ার হোসেন (৫৪), কিরণ বেগম (৪৫) ও ইয়াসিন হিরন (১৯), একই ইউনিয়নের দক্ষিন মোহাম্মদপুর গ্রামের মো. আব্দুল হালিম (৬০), পরকোট ইউনিয়নের উত্তর রামদেবপুর চুনার বাড়ির মো. সোহেল (৩৫), খিলপাড়া ইউনিয়নের বালিয়াধর গ্রামের মো. হাবিবুল হোসেন, চাটখিল পৌর শহরের ভীমপুর এলাকার মো. মামুন প্রকাশ বাশিঁ (৩২), চাটখিল পৌর শহরের সুন্দরপুর অজি বাড়ির মো. কাজল মিয়া (৩২)। চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী শুক্রবার দুপুরে জানান,গ্রেফতারকৃতদের পুলিশ প্রহরার মাধ্যমে মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।