ঝিনাইদহে ব্যবসায়িকদের ক্ষতি পূরণের দাবিতে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫

ঝিনাইদহ-যশোর ছয় লেন মহাসড়ক নির্মাণ প্রকল্পের জন্য রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কর্মচারীরা।বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করে বায়তুল জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীরা। এতে মসজিদ মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ মিলন, সালামত হোসেন, মোহন হোসেন, তুহিন হোসেনসহ অন্যান্যরা।এ সময় বক্তারা বলেন, কালীগঞ্জে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বায়তুল আমান জামে মসজিদ। এই মসজিদে প্রায় ৩৮টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ছয় লেন সড়ক নির্মাণে মসজিদটি ভাঙা পড়ছে। এতে প্রায় ৩৮টি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু তারা কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না। ন্যায্য ক্ষতিপূরণ না পেলে অধিকাংশ ব্যবসায়ীদের পথে বসতে হবে। মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন তারা।

সৌভিক পোদ্দার ।।