শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫
মোঃ মুরাদ মিয়া।।
শেরপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার তারাগড় এলাকায় শহিদ মাহবুব আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
পরে একে একে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শহিদ পরিবারের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শেরপুরের শহিদ মাহবুবসহ দেশের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এরপর শহরের কলেজমোড়ে শহিদ মাহবুব চত্বর নামের উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে জেলা পরিষদের উদ্যোগে শিশু-কিশোরদের স্কেটিং প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও শহিদ পরিবারের সম্মেলন অনুষ্ঠিত হয়
এসময় শহিদ পরিবারের সদস্য ও আহতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংক্ষিপ্ত নাটিকা ‘জুলাই ৩৬’ প্রদর্শন করা হয়।