পাবনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন।।

পাবনায় অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর বজলুর রহমান। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রফেসর আঃ রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন শিক্ষক মোঃ আফজাল হোসেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রস্তাবিত সংগঠনের সাফল্য কামনা করেন। পর্যায়ক্রমে বক্তব্য রাখেন সাবেক সহযোগী অধ্যাপক তোজাম্মেল হোসেন ও প্রফেসর লুৎফর রহমান।

অবসরপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের সংগঠন গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন সরকারি বুলবুল কলেজের সাবেক উপাধ্যক্ষ মতিউর রহমান, প্রফেসর শহিদুল ইসলাম, রওশন আখতার বানু ও প্রফেসর কে বি এম নিশানুল হাবিব।

সংগঠনের দায়িত্ব পালনে গুরুত্বারোপ করে বক্তব্য দেন পাবনা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আহসান হাবিব। এ সময় প্রফেসর ড. এ. কে এম সিরাজুল ইসলাম পুরাতন শিক্ষকবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভায় বক্তারা অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের কল্যাণে সংগঠনকে কার্যকর ও সক্রিয় করার ওপর জোর দেন।