গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২৫ মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল।। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিরামপুরে সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টায় বিরামপুর শহরের ঢাকা মোড়ে “বিরামপুর উপজেলার সাংবাদিকবৃন্দ” এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন প্রেসক্লাব ও গণমাধ্যমের প্রতিনিধি অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— মোরশেদ মানিক, সভাপতি, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) ও প্রতিনিধি, দেশ রূপান্তর, আনন্দ টিভি; কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) ও প্রতিনিধি, মাই টিভি; ডাঃ নুরল হক, সিনিয়র সহ-সভাপতি, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) ও প্রতিনিধি, দৈনিক সংগ্রাম; রিপন মানিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) ও প্রতিনিধি, এশিয়ান টিভি; মাহমুদুল হক মানিক, প্রতিনিধি, আজকের পত্রিকা; শাহ আলম মন্ডল, আহবায়ক, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান); আমিরুল ইসলাম, সভাপতি, উপজেলা প্রেসক্লাব; আবু সাঈদ (ডেল্টা লাইফ), সিনিয়র সাংবাদিক; হাফিজ উদ্দিন সরকার; আব্দুল কাফি মন্ডল; আজহার ইমাম, প্রতিনিধি, জবাবদিহি; সামিউল আলম, প্রতিনিধি, বাংলাদেশ টুডে এবং ইব্রাহিম মিঞা। বক্তারা বলেন, গত ৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক তুহিন সন্ত্রাসীদের কর্মকাণ্ড মোবাইলে ভিডিও করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা সশস্ত্র হামলাকারীরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তাদের মতে, এটি শুধু একজন সাংবাদিককে হত্যার ঘটনা নয়, বরং সত্য ও স্বাধীন কণ্ঠ রোধের এক ভয়াবহ দৃষ্টান্ত। সাংবাদিক হত্যা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। বক্তারা আরও বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডসহ দেশে এ পর্যন্ত ৮৭ জন সাংবাদিক খুন হলেও অধিকাংশ ঘটনার বিচার কার্যকর হয়নি, যা সাংবাদিকদের নিরাপত্তাকে চরম ঝুঁকিতে ফেলেছে। সমাবেশ থেকে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। একইসাথে সকল সাংবাদিক হত্যার বিচার কার্যকর এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। SHARES মানববন্ধন বিষয়: