পাঁচবিবির বালিঘাটা ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী সূধী সমাবেশ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার।। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২২ আগস্ট) বাদ আছর, নওদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ সাদিক হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মোঃ খায়রুল ইসলাম হিটু। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে আমরা ইনশাআল্লাহ একটি ন্যায়ের সমাজ গড়তে চাই। এজন্য প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে আমরা নির্বাচনী কমিটি গঠন করছি এবং দায়িত্বশীলদের প্রশিক্ষণ প্রদান করছি। গণমানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে জামায়াত সবসময় সচেষ্ট থাকবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন,গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে এখন থেকেই মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠন, ভোটের জরিপ সহ জনগণের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন করতে হবে। এখন থেকে সবাইকে নির্বাচনী কাজে মনোযোগ দেওয়ার আহবান জানান। এছারাও বক্তব্য রাখেন বালিঘাটা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ খায়রুজ্জামান চৌধুরী,ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ নূর বক্স মন্ডল,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম রাজু, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও ইউনিয়ন টিম সদস্য নাছির উদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে নির্বাচনী প্রস্তুতি আরও বেগবান করা, সকল বিভাগের কমিটি গঠন, ভোটারদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও প্রতিটি ভোট কেন্দ্রকে কেন্দ্র করে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সূধীজন এবং সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশটি এক উৎসবমুখর,শান্তিপূর্ণ ও অত্যন্ত প্রেরণামূলক পরিবেশে সম্পন্ন হয়। SHARES সারা বাংলা বিষয়: