বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ মোঃ শাহজালাল।। “জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরগুনা জেলা প্রানিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ বিভাগ, বরগুনা এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পশু হাসপাতাল চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, বরগুনা জেলা প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আলোচনা সভায় জলাতঙ্ক বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিথী দেবনাথ। ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিথী দেবনাথ বলেন, জলাতঙ্ক একটি প্রাণিবাহিত রোগ। এ রোগে আক্রান্ত প্রাণি বিশেষ করে শেয়াল, কুকুর, বিড়াল, বাদুড় ইত্যাদির কামড়ে মানুষের মাঝে জলাতঙ্ক রোগ সংক্রমিত হয়। যথাসময়ে চিকিৎসা দেওয়া না হলে জলাতঙ্ক প্রাণঘাতী হতে পারে। তিনি আরও বলেন, কুকুর বা অন্য কোন প্রাণি কামড় বা আচঁড় দিলে সাথে সাথে কমপক্ষে ১৫ থেকে ২০ মিনিট কাপড়কাঁচা সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে ফেলতে হবে। এতে করে ক্ষতস্থান ৭০ শতাংশ জীবানুমুক্ত রাখা সম্ভব। সঠিক সময়ে চিকিৎসা করলে জলাতঙ্ক শতভাগ নিরাময় করা সম্ভব। জলাতঙ্ক মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশে প্রতি বছর প্রায় তিন থেকে চার লাখ মানুষ এসকল প্রাণির কামড় বা আচঁড়ের শিকার হয়ে থাকে। SHARES সারা বাংলা বিষয়: