কেন্দুয়া ও সীমান্তবর্তী মদনের দুই গ্রামের সংঘর্ষে আহত ১০/১৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫ কোহিনূর আলম ।। নেত্রকোণার কেন্দুয়া ও সীমান্তবর্তী মদনের স্থানীয়দের মধ্যে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ১০/১৫ জন আহত হয়েছেন ।রবিবার (২৮ সেপ্টেম্বর) আনুমানিক বেলা দেড় ঘটিকায় মদন থানাধীন সাইডুলী নদী সংলগ্ন ঘাস কাটাকে কেন্দ্র এ সংঘর্ষের ঘটনা ঘটে ।এতে উভয় পক্ষের মোট ১০/১৫ আহত হয়েছেন নিশ্চিত করে স্থানীয় সূত্র । তবে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কেন্দুয়ার মোট আহত ৮জন । এরমধ্যে আঃ আজিজের ছেলে জাহিম (৪৫), আঃ মসজিদ ফকিরের ছেলে সাইকুল (২০) ও রফিকুল ইসলামের ছেলে আউয়ালকে উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে । স্থানীয় বাসিন্দা আশরাফুল আলম বলেন, আহত জাহিমের ছেলে তমাল (১৯) কেও ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে । জানা গেছে, কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের জালালপুর গ্রামের জাহিমের ছোট ভাই সাফায়ত (৩৫) গরুর জন্যে ঘাস কাটতে গেলে মদনের নায়েকপুর ইউনিয়নের বাঁশরি গ্রামের আলী বকসের ছেলে সুমনের নেতৃত্বে বাধা দেয় । ফলে এই সংঘর্ষের সৃষ্টি হয় ।তবে মাছ ধরার জন্যে বাঁধ দেয়া ও মদনের লোকজনের মাছ ধরার জাল জালালপুরের লোকজন নিয়ে যাওয়াসহ সংঘর্ষে একাধিক তথ্য মিলেছে । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর মুঠোফোনে জানান, বিষয়টি জানা নেই । তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: