আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরগুনায় আলোচনা সভা অনুষ্ঠিত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
মোঃ শাহজালাল।।
‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’ প্রতিপাদ্য নিয়ে বরগুনায় তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাকের  সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হয়।
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, বরগুনার সহযোগিতায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, পুলিশ সুপার আল মামুন শিকদার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বায়, সনাক সভাপতি মনির হোসেন কামাল, টিআইবির কো-অডিনেটর নাজমুল হোসেন খান সহ নার্স ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শফিউল আলম  বলেন, পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ এ প্রতিপাদ্য বাস্তবায়নে পরিবেশ রক্ষা করে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য সেবা নিশ্চিত করতে সকল পর্যায়ের সরকারি-বেসরকারী কর্মকর্তাদের যত্নবান হতে হবে। তথ্য দাতা ও গ্রহীতা উভয় পরস্পর সহযোগিতার মাধ্যমে অবাধ তথ্য সেবা নিশ্চিত করতে হবে।