এতিহ্যবাহী আদিবাশি মিলন মেলা ২০২৫ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫ সুবল চন্দ্র বর্মন।। প্রতিবারে নেয় দূর্গা পূজা উপলক্ষে গোলাপগগ্জে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় । যেখানে গেলে আদিবাসী সাওতাল জনগোষ্ঠী তারা তাদের সঙ্গী খুজে পাই । মিলন মেলায় তারা তাদের পছন্দের মানুষ কে আগে থেকে ঠিক করে রাখে এবং তারা সেখানে নানা আয়োজনের মাধ্যমে তারা তাদের পছন্দের মানুষ কে বিয়ে করে থাকে। প্রতিবছর দূগা পুজার শেষে দিন অথবা বিজয়া দশমীর পরে দিন এই অনুষ্ঠান করে থাকে ।এই অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে লোক আসে থাকে । তারা নিজের পরিবার পরিজন নিয়ে সাওতাল আদিবাসী তারা এই অনুষ্ঠানে যোগ হয়ে থাকে । তাই এই অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন দিনাজপুর জেলার কৃষক দলের সভাবতি জনাব মো: মনজুরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিল । SHARES সারা বাংলা বিষয়: