শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া এলাকা থেকে মানব পাচার চক্রের ৬ জন সক্রিয় সদস্যকে আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
মেহেদী হাসান আরফাত ।।
কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের বড় একটি নেটওয়ার্ক ভেঙে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শাহপরীরদ্বীপের মিস্ত্রিপাড়া এলাকায় শনিবার (৪ অক্টোবর) রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পরিচালিত এক গতিশীল অভিযানে মানব পাচারে জড়িত ছয়জনকে হাতেনাতে আটক করা হয়; অভিযান চালু থাকা অবস্থায় পাচারকারীরা মিয়ানমার থেকে অবৈধভাবে আনা একদল লোককে লুকিয়ে রাখার চেষ্টা করছিল বলে জানায় বিজিবি।
গোপন সূত্রের খবর পেয়ে ২ বিজিবির অধিনায়কের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয়া হয়। অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যরা মোছাঃ শামসুন্নাহারের বাড়ি ঘেরাও করে; বাড়ির পিছনের অংশ দিয়ে চক্রের দুইজন সদস্য পালিয়ে গেলেও বাড়ির ভেতর প্লাস্টিকের ছাউনির একটি ঘর থেকে বাড়ির মালিক মোছাঃ শামসুন্নাহারকে সহ মোট ছয়জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, তারা টাকার বিনিময়ে পাচারকারীদের আনা মানুষের সাময়িক আশ্রয় দিয়ে আসছিল এবং কিছু অপরাধী সম্মিলিতভাবে মিয়ানমার থেকে লোক এনে বিভিন্ন ক্যাম্পে সরিয়ে দেওয়া ও মোটা অংকের অর্থে FDMN কার্ড সংগ্রহে সহায়তা করত।
আটককৃতদের মধ্যে রয়েছেন মোছাঃ শামসুন্নাহার (৩৫) — যিনি মিস্ত্রিপাড়া, সাবরাং ইউনিয়নের বাসিন্দা এবং স্বামী মোহাম্মদ আখের প্রবাসী; হোসনে আরা (৩১) — ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের; নুরুন্নিসা (৪৯) — ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্পের; মোহাম্মদ ইসমাইল (৫০) — ২০ নম্বর বালুখালী এফডিএমএন ক্যাম্পের; হারুন (৩৫) — ১৫ নম্বর জামতলি এফডিএমএন ক্যাম্পের এবং ইউসুফ আলী (৪৭) — ২৬ নম্বর শালবাগান এফডিএমএন ক্যাম্পের বাসিন্দা। পালিয়ে থাকা আসামিদের মধ্যে কালু মিয়া (৩৫) ও হাশেম মোল্লা (২৫) সহ আরও আনুমানিক দুই জনকে খুঁজে পেতে অভিযান চলছে।