বগুড়া দুপচাঁচিয়া ডাকাতী মামলায় দুই ডাকাত গ্রেফতার

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫
মোঃ আবু সাঈদ।।
বগুড়া দুপচাঁচিয়া উপজেলা তালোড়া ইউনিয়নের দেবখন্ড মধ্যপাড়া গ্রামে ভিকটিম জাহিদুলের বাড়ীতে ডাকাতী মামলার আসামী ১ নং মোঃ এমরান হোসেন (৩৭), পিতা মোঃ আবুল হোসেন, সাং দেবখন্ড মধ্যপাড়া, থানা দুপচাঁচিয়া, ২ নং মোঃ মিনহাজ (২৭), পিতা মৃত বজলুর রশিদ, সাং খেওনী বিল্লাচাপড়, থানা- শিবগঞ্জ, উভয় বগুড়াদের গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সহিত জড়িত থাকার কথা স্বীকার করেন।
গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ১০-১২ জন দুষ্কৃতিকারী মোঃ ওমর ফারুক ওরফে জাহিদুল (৪৮), পিতা মৃত ময়েজ উদ্দিন, সাং দেবখন্ড মধ্যপাড়া (তালোড়া ইউনিয়ন), থানা-দুপচাঁচিয়া জেলা-বগুড়ার বাড়ির মেইন গেটের ছিটকিনি খুলে বাড়ীতে প্রবেশ করে। জাহিদুল স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের দরজা খুলে বাহির হলে দুস্কৃতিকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে বাড়ির সকলকে একটি নিয়ে চাকুর ভয় দেখিয়ে জিম্মি করে। ৪টি ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকা এবং অনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে চলে যায়।