রাজৈরে দেশীয় অস্ত্রসহ মিনি ট্রাক জব্দ, চালক আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫ মোঃ রিপন শেখ ।। মাদারীপুরের রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শারিস্তাবাদ ও ফরিদপুরের ভাঙ্গা থানার নাওড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের মৃত বারেক নাজিরের ছেলে ট্রাকচালক আজিবর নাজির (৫৪)। রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে তার নেতৃত্বে পুলিশের একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে আজিবর নাজিরকে আটক করা হয় এবং তার ব্যবহৃত মিনি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ন ১৮৩৯৪২) জব্দ করা হয়। তল্লাশির সময় ট্রাক থেকে দুটি রামদা, একটি হকিস্টিক ও লাঠিসোটা উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত পাঁচজন সহযোগী পালিয়ে যায়। ওসি মাসুদ খান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে স্থানীয়ভাবে বংশগত বিরোধের জেরে বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতি হিসেবে এসব অস্ত্র সংগ্রহ করা হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।” SHARES সারা বাংলা বিষয়: