বাগাতিপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫ মোঃ ফজলে রাব্বি বাগাতিপাড়া, নাটোর নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলাউদ্দিন। এবারের প্রদর্শনীতে মোট ৩০টি স্টল অংশ নেয়। প্রদর্শনীতে গরু, ছাগল, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, কোয়েলসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রজাতির খরগোশ ও বিড়াল প্রদর্শিত হয়। পাশাপাশি ছিল উন্নতমানের পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য এবং আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মাদ আলাউদ্দিন বলেন, “খামারভিত্তিক অর্থনীতি উন্নয়নে এমন প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারে এবং উৎপাদনে উৎসাহিত হয়।” অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এসবি প্রমুখ। সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হায়দার আলী জানান, খামারিদের জন্য নিরাপদ দুগ্ধ ও মাংস উৎপাদন, রোগপ্রতিরোধ, কৃত্রিম প্রজনন সেবা এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। দিনব্যাপী প্রদর্শনীতে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, খামারি ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। SHARES সারা বাংলা বিষয়: