চাটখিল পৌরসভার বাজেট ঘোষণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৪ মোহাম্মদ রুহুল আমিন।নোয়াখালীর চাটখিল উপজেলাধীন চাটখিল পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়।আজ ১৭ জুলাই ( বুধবার) বিকেল ৫টায় চাটখিল পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হয়। বাজেট পেশ করেন পৌরসভার মেয়র এবং বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতি নিজাম উদ্দিন ভিপি । অনুষ্ঠান সঞ্চালনা করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর এবং প্যানেল মেয়র-১ মুজিবুর রহমান নান্টু। এই অর্থ বছরে চাটখিল পৌরসভার সম্ভাব্য আয় ৭৪,৯৪,২১,৭৩৯/- (চুয়াত্তর কোটি চুরানব্বই লক্ষ একুশ হাজার সাত শত ঊনচল্লিশ টাকা) টাকা ধরে বাজেট পেশ করা হয়। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৭৩,৯২,৪৬,০২৭/- টাকা । চাটখিল পৌরভবনে উক্ত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি সংসদীয় আসনের এমপি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলার জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, চাটখিল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, চাটখিল উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল ভিপি । উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান আলি তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্লাহ এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে দেশের উন্নয়নের কথা তুলে ধরেন। তিনি আরো বললেন, এই সরকারের অধীনে দেশের প্রত্যেকটি পৌরসভার মতো প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে রাস্তা-ঘাট, শিক্ষা, চিকিৎসা সুবিধাসহ চাটখিল হবে একটি মডেল পৌরসভা।’ মেয়র তার বাজেট বক্তৃতায় চাটখিল পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। SHARES সারা বাংলা বিষয়: