কোটা আন্দোলনে নিহতের ঘটনায় দিনাজপুরে প্রগতিশীল নাগরিক সমাজের শোক মিছিল অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪

আবু হাসনাত।কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলায় সারাদেশে ৬ জন নিহতের প্রতিবাদে আজ বুধবার বিকেল ৫টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে শোক মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার প্রেসক্লাবে এসে সমাবেশ করে।মিছিলে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম, সাম্যবাদী আন্দোলনের জেলা সমন্বয়ক এসএম মনিরুজ্জামান, বাদসের জেলা আহ্বায়ক কিবরিয়া হোসেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি অ্যাড. লিয়াকত, নাট্য সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রেজু, খেলাঘর আসরের মতিন, সাবেক বাম ছাত্র নেতা আবু হাসনাত ও সাধারণ শিক্ষার্থীরা।

সমাবেশের সভাপতি অ্যাড. মেহেরুল ইসলাম বলেন, ‘কোটা সংষ্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ কতৃক বর্বরচিত হামলা ও হত্যার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে সরকার প্রতি আহ্বান জানাই। ‘ তিনি এই আন্দোলনের দেশবাসীকে যুক্ত হওয়ারও আহ্বান জানান।