অপসারণের দবিতে বিক্ষোভ কর্মস্হল ছাড়লেন ঝিনাইদহের ডিসি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৪ সুজল বিশ্বাস।ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) এস এম রফিকুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অফিস ঘেরাও করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। রোববার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন তারা। শিক্ষার্থীদের তোপের মুখে তিন দিনের ছুটি নিয়ে ডিসি কর্মস্থল ছেড়েছেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের সমন্বয়ক আবু হুরায়রা। তিনি বলেন, ‘বর্তমান ডিসি অনেক অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। এর প্রতিবাদে আমরা তার অপসারণের দাবি করি। সেই দাবির প্রেক্ষিতে তিন দিনের ছুটির আবেদন করে তিনি কর্মস্থল ত্যাগ করেন। এ বিষয়ে জানতে ঝিনাইদহের জেলা প্রশাসক (ডিসি) এস এম রফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: