নেত্রকোণার কেন্দুয়া উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৪ কোহিনূর আলম ।। ৬ ইউনিয়ন থেকে আবেদন করেছেন মোট ৮২ জন ।বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার আবেদন জমাকৃত বক্স উন্মুক্ত করেন ।দেখা যায়,উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে গন্ডা-৯টি, দলপা-১৩টি, আশুজিয়া-১১টি,রোয়াইল বাড়ি আমতলা -১৭টি,কান্দিউড়া-১৪টি ও নওপাড়া ইউনিয়নে ১৮টি সহ মোট ৮২টি আবেদন জমা পড়ে । পরে সেগুলো সিলগালা করে রাখা হয় । পরবর্তীতে যাছাই বাছাই শেষে খুব দ্রুত লটারি পদ্ধতির মাধ্যমে দুই মাসের জন্যে ডিলার নিয়োগ করা হবে বলে এক সংক্ষিপ্ত বক্তব্যে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আজিজুল রহমান , উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: